নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রদেশ কংগ্রেসের অফিসে হামলা চালানো, ভাঙচুর করা, আগুন ধরানোর অভিযোগে কলকাতার বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তাকে পাচ্ছে না।
বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার। বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। পশ্চিমবঙ্গের কংগ্রেস অফিস ভাঙচুরের পর থেকেই পুলিশ তাঁকে খুজছিল। আজ, সোমবার পুলিশ তাঁর ছেলে শিবম সিংকে গ্রেফতার করে।
মৌলালির বিধান ভবনে হামলার পর থেকে পুলিশ বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছে। একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল। রাকেশ সিংকে খুঁজতে গিয়েই পুলিশ গোপন সূত্রে জানতে পারে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন।
রবিবার গভীর রাতে (৩১ অগস্ট) রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, রাকেশ সিং নেই। তাঁর ছেলে শিবমের কাছে গাড়ির চাবি রয়েছে। এমনকী, গাড়িটিও শিবমের নামে। রাকেশ সিং কোথায়, তা জানার জন্য জেরা করা হলেও শিবম কোনও তথ্য জানাননি। শিবমের কথায় অসঙ্গতি মেলে। তদন্তে অসহযোগিতা এবং হামলায় ব্যবহৃত গাড়িটি শিবমের হওয়ায়, বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করা হয়। এখনও পুলিশ রাকেশ সিংকে খুঁজছে।