বন্দনা ভট্টাচার্য, হুগলি: আলুর জমিতে বেআইনিভাবে পোস্ত চাষ করা হচ্ছিল। খবর পেয়ে পোলবা থানার পুলিশ অভিযান চালিয়ে জমির সব পোস্ত নষ্ট করে দেয়। ঘটনাটি বলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেড়ির ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পোস্ত চাষ করা হচ্ছিল পুলিশের কাছে এই বিষয় অভিযোগ ও জমা পড়ে। খবর পেয়ে সোমবার হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী এবং পোলবা থানার ভারপ্রাপ্ত অফিসার নাজির উদ্দিন আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এবং ওই জমির সব পোস্ত নষ্ট করে দেয়। এই প্রসঙ্গে ডিএসপি প্রিয়ব্রত বক্সী বলেন এলাকায় অনেক বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে এই সংক্রান্ত খবর পুলিশের কাছে এসেছিল।খবরের ভিত্তিতেই এলাকায় অভিযান চালানো হয় এবং পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। আগামী দিনেও এই সমস্ত জমিতে যদি বেআইনি কোন চাষ করা হয় সে ক্ষেত্রে পুলিশ আইনত ব্যবস্থা নেবে অভিযুক্তদের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ যেসব জমিতে পোস্ত চাষ করা হয়েছে, সেগুলো জনপ্রতিনিধিদের জমি পুলিশ তাদের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নিক। তবে পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি গ্রামবাসীরা।
বেআইনি পোস্ত চাষ নষ্ট করল পোলবা থানার পুলিশ।

- Advertisement -