বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মঙ্গলবার হুগলীর চাঁপদানী থেকে এক মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক সূত্রে জানা যায়, এদিন ভদ্রেশ্বর থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায়, কয়েকজন বেআইনি ভাবে অস্ত্র পাচারের উদ্যেশ্যে জড়ো হয়েছে। গোপনে অভিযান চালিয়ে একজন মহিলা ও তিন ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। জানা যায়, ধৃতদের নাম, খুশবু রাজবংশী, রাজু রাজবংশী, প্রদীপ রাজবংশী ও প্রকাশ রাজভর। খুশবু ও রাজু সম্পর্কে স্বামী স্ত্রী। দুজনেই বিহারের নওডার বাসিন্দা। প্রদীপ ও প্রকাশ হুগলীর চাঁপদানীর বাসিন্দা। গ্রেফতারের পর বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মামলা ঋজু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা,সেটা খতিয়ে দেখার জন্য প্রশাসনিক ভাবে তদন্ত শুরু হয়েছে।
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ চার ব্যক্তি।

- Advertisement -