Wednesday, September 3, 2025
Ad

বাউড়িয়ায় সি পি আই এম কর্মীদের মিথ্যে মামলার প্রতিবাদে পথসভা।

Must read

সুপ্রিয় গাঙ্গুলি, হাওড়া : করুণাময়ী তে গত ২০ শে অক্টোবর চাকরিপ্রার্থীদের অনশন ও আন্দোলনকে জোর করে পুলিশ তুলে দেয়। তারই প্রতিবাদে বাউড়িয়া ফোর্ট গ্লস্টার মোড়ে ২১ শে অক্টোবর বিক্ষোভ কর্মসূচি পালন করে মুখ্য মন্ত্রীর কুশ পুতুল দাহ করে। পুলিশ প্রশাসন রাস্তা অবরোধ ও আন্দোলনকারীদের হটিয়ে দেননি।

এক ব্যাক্তি তৃণমূল কর্মী বলে পরিচিত। তিনি সি পি আই এম কর্মীদের উপর মিথ্যা অভিযোগ করেন এমনি দাবি করেন সি পি আই এম নেত্রীত্ব। তারই প্রতিবাদে আজ বিকাল ৫ টায় বিক্ষোভ ও পথসভা করেন। মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এই দাবিতে।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাই কোর্টের আইনজীবি সভ্যসাচী চ্যাটার্জী। তিনি বলেন বেশ করেছে রাস্তা অবরোধ করেছেন। আইন যদি ল্ঙ্ঘন করে সেটা প্রশাসন করেছে, প্রশাসনের বিরুধ্যে এফ আই আর করা উচিত। প্রশাসন কে হুশিয়ারি দেন, তিনি বলেন কিছু পুলিশ প্রশাসন তৃণমূলের দালালি করছেন তাঁদের কেই উদেশ্য করেই বলছি সাবধান হয়ে যান। মিথ্যে মামলা করলে সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাবেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article