Friday, October 24, 2025
Ad

জেলায় প্রথশ্রী প্রকল্পে নির্মিত হবে ২১৫০টি রাস্তা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, ফলতা : মঙ্গলবার পথশ্রী- রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র রাজ্যের অন্যান্য জেলার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলারও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, প্রতিটি ব্লকে এবং প্রতিটি মহকুমায় শুভ শিলান্যাস কর্মসূচী অনুষ্ঠিত হয়এদিন। জেলাস্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফলতা ব্লকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি  জাহাঙ্গীর খান সহ ফলতা পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা।

এই প্রকল্পের দ্বারা দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ টি মহকুমার অন্তর্গত ২৯ টি ব্লকে ২১৫০ টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ করা হবে যার মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিলোমিটার। এই প্রকল্প রূপায়নে প্রায় ৫৯৭ কোটি টাকা ব্যয় হবে যার পুরোটাই রাজ্য সরকারের তহবিল থেকে প্রদান করা হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article