ফ্লেক্সে থাকা ছবিতে বিকৃত নেত্রীর মুখ।
নিজস্ব সংবাদদাতা, কুলপি : কুলপিতে রাতের অন্ধকারে পথশ্রী-রাস্তাশ্রীর ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়। কয়েক দিন আগেই কুলপীর রামকিশোর অঞ্চলে উদ্বোধন হয় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের। https://youtu.be/tLtbduaooAo বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
পথচলতি মানুষের সুবিধার কথা মাথায় রেখেই প্রকল্পটি চালু করা হয়। প্রকল্প উদ্বোধন কে ঘিরে এলাকায় লাগানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স।
রাতের অন্ধকারে নির্জনতার সুযোগে, ফ্লেক্সে থাকা ছবিতে বিকৃত করা হয় নেত্রীর মুখ। এমনই অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্থানীয় কুলপি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল সমর্থকরা।
কে বা কারা করেছে এখনও সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে সন্দেহের তীর বিরোধীপক্ষের দিকেই। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই শুরু হয়ে গেল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি? যদিও কোন নেতা-নেত্রীর পোস্টার ছেড়া উচিত নয় বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।