নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির শীর্ষে আছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধায় – এই নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা যা গুনতে হিমশিম খেতে হয় সিবিআইকে। সেই পার্থ চট্টোপাধ্যায় এবার সম্ভবত মুক্ত হতে চলেছেন। জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘটনায় রায় দান স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ।
প্রশ্ন উঠেছে, তদন্তের গতিবিধি নিয়ে। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছুতেই শেষ প্রমানে যেতে পারছেন না? না কি যাচ্ছেন না? সিবিআই (CBI)-এর দায়ের করা মামলাতেই জামিন চেয়ে কোর্টের দ্বারস্থ হন পার্থ। বস্তুত, এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের (CBI)-এর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। আলিপুর বিশেষ সিবিআই আদালত পার্থর জামিন মঞ্জুর করেছিল। তারও আগে সিবিআই-এর দায়ের করা গ্রুপ সি (group c) মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখনও জেলমুক্তি হয়নি তাঁর। তবে দেশের সর্বোচ্চ আদালত ও নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও আটকে রইল হাইকোর্টে। অর্থাৎ, এই মামলায় যদি পার্থ জামিন পান তাহলে জেলমুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।