নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। তিনি হিন্দু ভোটের সঙ্গে মুসলিম ভোটও চান। সোমবার রাতে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তাতে তাঁকে বলতে শোনা যায় -‘‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় ইঙ্গিতপূর্ণ ভাবেই একটি ছবিও ব্যবহার করেছেন শমীক ভট্টাচার্য। সেই ছবিতে দেখা যায় একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। আর তার সঙ্গে ভেসে আসছে বিজেপি নেতার গলার স্বর।
এই ভিডিও নিয়ে কিছুটা ক্ষুব্ধ উগ্র হিন্দুত্ববাদী বিজেপিরা।শমীককে বলতে শোনা যায়, ‘আমি বারংবার বলেছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু, হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই। যে সকল ভারতীয় মুসলিমরা সেদিন এই দেশ ছেড়ে, এই দেশকে দারুল হরব বলে পূর্ব পাকিস্তানে চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে আর থাকবেও। তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই, সে যেই কমিশন আসুক না কেন!’ এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন ‘দারুল হরব’ বলতে বোঝায়, যুদ্ধের দেশ অর্থাৎ যেখানে অমুসলিম শাসনব্যবস্থা কায়েম হয়েছে।