Sunday, August 31, 2025
Ad

বেহাল রাস্তার কারণে মেয়েদের কেউ বিয়ে দিতে চাইছে না।

Must read

পুরুলিয়ার দুই গ্রামে ‘বিয়ে’ যাচ্ছে আটকে।

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কেটে গেলেও পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের চাঁদড়া পায়রাচালী অঞ্চলের গোবদ্দা ও কোলডিহা গ্রামের রাস্তা একই রকম আছে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই গ্রামে নেই রাস্তা। চারিদিক খানাখন্দে ভরা। উঁচু-নিচু পথে চলতে হয় সাধারণ মানুষকে। প্রতিনিয়ত সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে যে-কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বারে বারে প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। রাস্তা না হওয়ার কারণে নানান সমস্যার মধ্যে পড়ছেন গ্রামবাসীরা। ‌গ্ৰামে কেউ অসুস্থ হলে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। ‌ গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। ‌

এই রাস্তা সমস্যার কারণে ভেস্তে যাচ্ছে একাধিক বিয়ে। আর বর্ষার দিনে এই রাস্তার অবস্থা একেবারেই ভয়ঙ্কর হয়ে ওঠে। ‌এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, এই রাস্তার কারণে মাঝে মধ্যেই বিপদ ঘটছে। ‌ছোট ছোট শিশুরা আইসিডিএস সেন্টারে যেতে পারছে না। ‌ মেয়ের বিয়ে ঠিক হলে বিয়ে ভেঙে যাচ্ছে। ‌এমনকি এই গ্রামে কেউ নিজের বিয়ে করে আসতেও চাইছে না। প্রসূতি মহিলাদের নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। প্রসূতি মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। ‌তাই তারা অবিলম্বে রাস্তা নির্মাণের দাবি করছেন। তবে তারা সমস্ত আশা ছেড়ে দিয়ে এবার বড়ো বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article