Friday, October 24, 2025
Ad

কুলতলী বিধানসভার নয় বারের বিধায়কের শেষ নিঃশ্বাস ত্যাগ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

পরলোক গমন করলেন কুলতলী বিধানসভার প্রাক্তন বিধায়ক।

বাবলু হাসান, কুলতলি: এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির প্রবীণ সদস্য এবং কুলতলি বিধানসভার ৯ বারের বিধায়ক কমরেড প্রবোধ পুরকাইত আজ সকাল ৬.১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণাঞ্চল স্বাস্থ্যসদনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৭ বছর।সোমবার প্রাক্তন বিধায়কের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে চুপড়িঝাড়া দলীয় কার্যালয়ের সামনে কয়েক শ মানুষ এর জমায়েত হয়।

প্রবোধ বাবু পশ্চিমবঙ্গ বিধানসভার নয় বারের কুলতলী বিধানসভার বিধায়ক ছিলেন। তিনি এস ইউ সি আই দলের পলিট ব্যুরোর সদস্যও ছিলেন। কলকাতায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় প্রবোধ পুর্কাইত এর। এদিন তাঁর মরদেহ দলীয় কার্যালয়ে আশায় দলীয় কর্মীদের সঙ্গে হাজারেরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে।

জয়নগর দুই ব্লকের চুপড়িঝাড়া অঞ্চলের ঝিঙেখালি মঙ্গল তীর্থ মহা শ্মশান ঘাটে কুলতলী বিধানসভার প্রাপ্তন নয় বারের বিধায়ক প্রবোধ পুরকাইতের শেষকৃত্য সম্পন্ন হল।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন। শনিবার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় মারা যান। জানাগেছে ১৯৬৭ সালে নির্বাচিত হয়ে প্রথম তিনি বিধায়ক হন।১৯৭২ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজয় হন। তারপর ১৯৭৭ সালে আবার জয়লাভ করেন, টানা ২০০৬ সাল পর্যন্ত তিনি কুলতলী বিধানসভার বিধায়ক ছিলেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article