নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর: আবারো আক্রান্ত সংবাদ কর্মী। এবার তারকেশ্বরের তেঘড়ি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘরী গ্রামে। জানা গেছে, তেঘরী গ্রামের প্রায় ২০০ বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে একটি গন্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে মহামান্য আদালত। চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের ২১ ও ২৪ তারিখ দুটি নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় ১৯ জুন ২০২৪ পর্যন্ত হালদার পরিবার নিত্য পূজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায়।
আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের। আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সরব সাংবাদিকমহল, এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান তারা। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আহত সংবাদ কর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। চট জলদি পুলিশ অ্যাকশন নেওয়ায় খুশি সাংবাদিকরা। তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বার করে শাস্তি দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।