Wednesday, September 3, 2025
Ad

ঘোষিত হল সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত সম্পাদকমন্ডলী।

Must read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ১৫ সদস্যের সম্পাদকমন্ডলী তে জায়গা পেয়েছেন দেবলিনা হেমব্রম, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার ও জিয়াউল আলম। বয়স জনিত কারণে বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য দের মত সিপিআইএম নেতারা। শুক্রবার শেষ হবে এই দুইদিনব্যাপী রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক।

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলী –
১) মহম্মদ সেলিম (সম্পাদক)
২) রামচন্দ্র ডোম
৩) শ্রীদীপ ভট্টাচার্য্য
৪) অমিয় পাত্র
৫) সুজন চক্রবর্তী
৬) আভাস রায়চৌধুরী
৭) সুমিত দে
৮) শমীক লাহিড়ী
৯) দেবলীনা হেমব্রম (নতুন সদস্য) – বাঁকুড়া
১০) কল্লোল মজুমদার
১১) অনাদি সাহু
১২) পলাশ দাস
১৩) দেবব্রত ঘোষ (নতুন সদস্য) – হুগলী
১৪) জীবেশ সরকার (নতুন সদস্য) – দার্জিলিং
১৫) জিয়াউল আলম (নতুন সদস্য) – জলপাইগুড়ি

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article