Saturday, August 30, 2025
Ad

দেশজুড়ে শুরু বনধ – মিশ্র প্রতিক্রিয়া বাংলায়। Bharat bandh

Must read

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: এই মুহূর্তে বনধ যে তার প্রশ্নঙ্গিকতা হারিয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। একাধিক দাবির ভিত্তিতে বেশ কয়েকটি কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকে আজ ভারত বনধ। রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে প্রশাসন। কলকাতার বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। বিভিন্ন জেলায় সকাল থেকে বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। খবরে প্রকাশ,

বীরভূমের সিউড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় ভারত বনধের মিশ্র প্রভাব। সকাল থেকেই সিউড়ি বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি ও বেসরকারি বাস, টোটো-অটো সহ বিভিন্ন যানবাহন। যদিও বেশ কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে।

বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে। বোলপুরে বেসরকারি বাসস্ট্যান্ডের সামনে ধর্মঘটকে সফল করার জন্য ধর্মঘটের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালায় ধর্মঘটীরা।Bharat Bandh

দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কুলপি সহ বেশ কিছু জায়গায় বন্ধের প্রভাব দেখা গেছে।পুড়শুড়ায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করল বাম শ্রমিক সংগঠনগুলি। ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট সফল করতে এই পথ অবরোধ। প্রধান সড়কে অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুড়শুড়া থানার পুলিশ পথ অবরোধ তোলার চেষ্টা করলেও বাম কর্মী সমর্থকরা রাস্তায় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। আবার হুগলি স্টেশনে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘট সমর্থকরা। লাল ঝান্ডা নিয়ে রেললাইনে নেমে দাঁড়িয়ে পড়েন ধর্মঘটীরা। দশ মিনিট অবরোধ হয় হুগলি স্টেশনে।

অন্যদিকে ভারত বনধের কোনও প্রভাব সকাল থেকে দেখা যায়নি বর্ধমানে। রাস্তায় সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস চলাচল করছে। দোকানপাট খুলছে। অন্যান্য দিনের মতো সকালে বর্ধমানের বাজারহাট খুলেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article