Wednesday, September 3, 2025
Ad

ধর্মনগরকে করিডর বানিয়ে রমরমা মাদক ব্যেবসা চালিয়ে যাচ্ছে এক নেশা কারবারি।

Must read

বিশ্বজিৎ দে, ত্রিপুরা : বর্তমান সময়ে গোটা রাজ্যে নেশা বাণিজ্য রমরমা চালাচ্ছে কতিপয় কিছু নেশা কারবারিরা। রাত থেকে শুরু করে গাঁজা ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে ইনজেকশন কোন নেশা থেকে বিরত নেই বর্তমান যুবসমাজ। আর ধর্মনগর বাজারে এই নেশা সামগ্রী বাজারজাত করছে কুখ্যাত নেশা কারবারি তুতন নাথ।

ধর্মনগর পদ্মপুর এলাকার বাসিন্দা এই কুখ্যাত ড্রাগস কারবারি তুতন এর বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলাও রয়েছে। ধর্মনগর থানার একাধিকবার গ্রেফতার করেছিল এই নেশা কারবারিকে। কিন্তু তা সত্তেও নেশা কারবার থেকে বিরত নেই ওই নেশা মাফিয়া তুতন।জানাজায় ওই নেশা মাফিয়া পানিসাগর এর কিশর নাথ এর সহায়তায় জাকিয়ে নেশা বানিজ্য চালাচ্ছে। উত্তর জেলার চুড়াইবাড়ি থেকে শুরু করে দামছড়া পর্যন্ত কোন জায়গাতেই নেশা সামগ্রী পাচার করছে না এমন নেই, সুন্নাতের হাত ধরেই গোটা উত্তর জেলায় নেশা বাণিজ্য বাজারজাত হচ্ছে। আর এই নেশা সামগ্রীর কবলে পড়ে ধ্বংসের পথে যাচ্ছে বর্তমান যুবসমাজ। কিন্তু দেখার বিষয় হচ্ছে উত্তর জেলার পুলিশ নেশা বিরোধী অভিযান করলেও রাঘববোয়ালদের পাকড়াও করতে সক্ষম হচ্ছে না।

ধর্মনগর পদ্মপুর এলাকার বাসিন্দা সুন্নাতের এলাকাবাসী ও একাধিকবার অভিযোগ জানিয়েছিল ধর্মনগর থানায় কিন্তু নাকে তেল দিয়ে কুম্ভ নিদ্রায় নিদ্রিত রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা। সূত্রের খবর উত্তর জেলার সীমান্তবর্তী বাজার এলাকা দামছড়া বাজারে বর্তমান সময়ে ওর নেশা ব্যবসা জাঁকিয়ে বসেছে। এখন দেখার বিশয় উত্তর জেলার সুনাম ধন্য পুলিশ বাবুরা এইসব রাঘব বোয়াল দের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। এটাই লক্ষ টাকার প্রশ্ন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article