হুগলী জেলাপরিষদে সংখ্যালঘু কমিশনের বৈঠক।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: মঙ্গলবার হুগলীর জেলা পরিষদে সংখ্যালঘু minority commission প্রতিনিধিদের সাথে সংখ্যালঘু কমিশনের বৈঠক হয়। রাজ্যে সংখ্যালঘু ছয়টি সম্প্রদায়। মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, পার্শি, জৈন। কমিশনের আধিকারিক আহমেদ হাসান জানালেন, সংখ্যালঘুদের সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতিগত, শিক্ষাগত, ভাষাগত উন্নতি এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সুবিধাগুলো কার্যকর করা, কোনো বঞ্চনার অভিযোগ থাকলে সেগুলোর সমাধান করা মুলত সংখ্যালঘু কমিশনের কাজ। এবং সেই সব তথ্য রাজ্য সরকারকে জানানো কমিশনের কাজ। আধিকারিক আমেদ হাসান বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান, এই বৈঠকে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে কিছু সমস্যার কথা জানা গেছে। এছাড়া কিছু প্রস্তাবও জানিয়েছেন। এই সব নিয়ে পর্যালোচনা হয়েছে।
সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করা হবে। বৈঠকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ছিলেন ফুরফুরা শরীফের প্রতিনিধিগন। চুঁচুড়া কারবালা কবরস্থান নিয়ে একটা সমস্যা রয়েছে। সেটারও সমাধান করা হবে বলে জানান। সন্দেশখালি নিয়ে জানতে চাওয়া হলে আহমেদ হাসান বলেন, অনেক কমিশন সেখানে গেছেন। তাই এই মূহুর্তে সংখ্যালঘু কমিশনের যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।