Monday, October 20, 2025
Ad

মাধ্যমিকে দশম স্থান কাকদ্বীপের সৌভিক।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। মাধ্যমিকের প্রথম দশে ৬৬ জন। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের আদৃত সরকার, প্রাপ্ত নং ৬৯৬। দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল ও মালদহর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস। দুজনের প্রাপ্ত নং ৬৯৪। এবং তৃতীয় স্থান অধিকার করেছে, বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নং ৬৯৩।

পরিবারের পরিবারের সাথে সৌভিক ডিন্ডা।

পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এ দশম স্থান অধিকার করেছে রাজ্যের ৬৬ জন। তার মধ্যে রয়েছে সুন্দরবনের সৌভিক দিন্ডা। কাকদ্বীপের আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র সৌভিকের প্রাপ্ত নম্বর ৬৮৬। খুশি সৌভিক ও তার পরিবার। কাকদ্বীপের সুভাষ নগর এলাকার বাসিন্দা সৌভিক পড়াশুনোর পাশাপাশি কুইজ এবং খেলাধূলো করতে ভালোবাসে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনো করে ডাক্তার হতে চায় সে। এলাকার মেধাবী ছাত্রের এই সাফল্যের খবর পেয়ে বাড়িতে পৌঁছায় কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। ছাত্র এবং তার পরিবারের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে শুভকামনা জানান বিধায়ক। নিজ বিধানসভা এলাকায় এই সাফল্য তাঁর চোখে আনন্দের জল চলে আসে।

সৌভিকের বাড়িতে বিধায়ক মন্টুরাম পাখিরা।

সৌভিজের মা কাকলি দিন্ডা জানান, ছেলে ভালো ফল করবে এটা বিশ্বাস ছিল কিন্ত এতো ভালো ফলাফল হবে আসা করিনি। ছেলের এই সাফল্যর পিছনে শিক্ষকদের পাশাপাশি ওর দিদা ও মামী মায়ের অবদান অনেক বেশি। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর, ফলাফল জানতে পেরে এলাকায় মিষ্টি বিতরণ করেন সৌভিকের মা ও মামিমা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article