Sunday, April 20, 2025
Ad

প্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা। 

Must read

মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ প্রেমিকের। (A lover’s failed attempt to commit suicide due to depression)

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: প্রেমিকাকে খুন করে বিষ খেয়ে আত্মহত‍্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়ার মহানাদে। মৃত যুবতীর নাম সৌমি গাঙ্গুলী (২১)। প্রশাসন সূত্রে জানা যায়, সৌমি গাঙ্গুলীর মা মহানাদ হাই স্কুলের শিক্ষিকা। মেয়ে সৌমিকে নিয়ে স্কুলের আবাসনেই থাকতেন। বুধবার সৌমিকে নিজের ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে দেহ ময়না তদন্তের জন‍্য পাঠায়। সৌমির মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একই এলাকার বাসিন্দা সৈকত সরকার বুধবার দিন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় পরিজনেরা তাকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের থেকে জানা গেছে, সৈকতের সাথে সৌমির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। সৈকত সৌমিদের বাড়িতে যাতায়াতও করতো। গত ছয় মাস ধরে দুজনের সম্পর্কের মধ‍্যে টানাপোড়েন চলছিল। সৈকত সেই সম্পর্ককে আবারও জোড়া লাগানোর চেষ্টা করে। কিন্তু ব‍্যর্থ হয়। এর ফলে অবসাদগ্রস্থ হয়ে পড়ে। অবসাদ থেকেই সৈকতই সৌমিকে খুন করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সৌমির মা সৈকতের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। হুগলীর গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল‍্যান সরকার জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। সব দিক খতিয়ে দেখা হবে কি কারণে এই খুন। তবে অবসাদ থেকে সৈকত খুন করছে বলে মনে করা হচ্ছে। মৃত সৌমির মা এই প্রশঙ্গে সংবাদ মাধ‍্যমের সামনে মুখ খুলতে চাননি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article