Friday, August 29, 2025
Ad

শনিবার একটি কেন্দ্র শাসিত অঞ্চল সহ ভোট হচ্ছে দেশের আটটি রাজ্যে।

Must read

শেষ দফায় কোথায় কোথায় ভোট রয়েছে?

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট চলছে।

  • বিহারের ৮টি আসনে, হিমাচলের ৪টি আসনে।
  • ঝাড়খণ্ডের ৩টি আসনে।
  • উড়িষ্যায় ৬টি আসনে।
  • পঞ্জাবে ১৩টি আসনে।
  • উত্তর প্রদেশ ১৩টি আসনে।
  • পশ্চিমবঙ্গে ৯টি আসনে।
  • চণ্ডীগড়ে ১টি আসনে।
    

বিহারের যেসব আসনে ভোট চলছে – নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরহ, বক্সার, সাসারাম, কারাকাট, জাহানাবাদ।
হিমাচলে যেসব আসনে ভোট চলছে – কাংরা, মাণ্ডি, হামিরপুর, সিমলা।
ঝাড়খণ্ডের যেসব আসনে ভোট চলছে – রাজমহল, দুমকা, গোড্ডা
ওড়িশায় যেসব আসনে ভোট রয়েছে- ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জয়পুর, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর।
পঞ্জাবে যেসব আসনে ভোট চলছে – গুরুদাসপুর, অমৃতসর, খাদুর সাহিব, জলন্ধর, হোশিয়ারপুর, আনন্দপুর সাহিব, লুধিয়ানা, ফতেগড় সাহিব, ফরিদকোট, ফিরোজপুর, বাথিন্ডা, সাংরুর, পাটিয়ালা।
উত্তর প্রদেশে যেসব আসনে ভোট চলছে – মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশিনগর, দেওরিয়া, বাঁশগাঁও, ঘোসি, সালেমপুর, বাল্লিয়া, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, রবার্টসগঞ্জ।
পশ্চিমবঙ্গে যেসব আসনে ভোট চলছে – দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।
চণ্ডীগড়ে চণ্ডীগড় আসনেই ভোট চলছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article