Sunday, April 20, 2025
Ad

ভোটের মাধ্যমে শিশু সংসদ গঠন প্রাথমিক বিদ‍্যালয়ে।

Must read

ক্ষুদে পড়ুয়াদের লোকসভা নির্বাচন।

লতা পুরকাইত, মথুরাপুর: দক্ষিন চব্বিশ পরগনার ঘোড়াদল অবৈতনিক প্রাথমিক বিদ‍্যালয়ে ৯৯ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার শিশু সংসদ নির্বাচন হয়ে গেল। এদিন স্কুলে নবাগত শিক্ষক ও শিক্ষিকাদের নবীন বরণ ও নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর সাথেই এই সংসদ নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়। কলেজের ছাত্র সংসদের মত এবার সরকারি স্কুলগুলোতেও শিশু সংসদ তৈরী করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। শিশু সংসদ হল শিশুদের পার্লামেন্ট। বিদ্যালয় এর ছাত্রছাত্রীরাই সংসদ পরিচালনা করবে। সংসদের কাজ ঠিক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব থাকবে প্রধান শিক্ষক শিক্ষিকার উপর। ছাত্র ছাত্রীদের মধ‍্যে নেতৃত্ব দানের ক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রিসাইডিং অফিসার (শিক্ষক শিক্ষিকা), ভোট দাতা (ক্ষুদে পড়ুয়া)।

সংসদের কাজ হবে বিদ্যালয় এর উন্নতি সাধন করা। বিদ্যালয়ের যে সব নিয়ম আছে, যেমন – প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনা, শ্রীঙ্ক্ষলা বজায় রাখা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব‍্যবস্থা করা এই সব সঠিক ভাবে পরিচালনা করাই হবে সংসদের কাজ। শিশু সংসদ নির্বাচন প্রশঙ্গে স্কুলের প্রধানশিক্ষক গৌরাঙ্গ হালদার বলেন, শিক্ষা পর্ষদের নির্দেশ মেনে সম্পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী, খাদ‍্যমন্ত্রী, স্বাস্থ‍্যমন্ত্রী, ক্রিড়ামন্ত্রী ও পরিবেশ মন্ত্রী এই পাঁচটি পদের জন‍্য দ্বিতীয়, তৃত্বীয় ও চতুর্থ শ্রেণীর থেকে দশ জন প্রার্থী নেওয়া হয়েছে। এদিন সংসদ নির্বাচনের পাশাপাশি উপসমিতি নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়। প্রতি সমিতিতে পাঁচ জন করে থাকবে। সব ছাত্রছাত্রীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। বিদ্যালয়ে সংসদ গঠনের মাধ‍্যম‍্যেই ছাত্রছাত্রীরা, গনতন্ত্র, প্রধানমন্ত্রী, মূখ‍্যমন্ত্রী নির্বাচন, মন্ত্রীসভা গঠন, মন্ত্রীসভার কাজ সম্মন্ধে ছোট থেকেই অবগত হবে, এবং আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন‍্য যোগ‍্য তৈরী হবে, বলেও জানালেন প্রধান শিক্ষক।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article