Wednesday, September 3, 2025
Ad

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আরো ৪-৫ দিন।

Must read

নিজস্ব প্রতিনিধি, আলিপুর : দশমীতেও বৃষ্টির ভ্রুকুটি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আরো ৪-৫ দিন। আবহাওয়ার উন্নতি হবে দশমী থেকে। তবে বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টি।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জন্যই মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি। নিম্নচাপ ক্রমশ সরবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। দশমী থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে।

কলকাতার আবহাওয়া।                                              দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একবার হতে পারে। মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া।
নবমীতে মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দশমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। দুয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপরেও বাকি তিন চার দিন হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া।
নবমীতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি।
দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।                                                         সূত্র: আলিপুর আবহাওয়া দপ্তর।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article