Monday, October 20, 2025
Ad

আন্দোলনরত চিকিৎসকদের সমর্থন জানিয়ে পথে আইনজীবীরা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: তিলোত্তমাকে নির্মম ও নৃসংশ ভাবে নির্যাতন করে খুন করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। এবার সেই চিকিৎসকদের সমর্থন করে পথে নামলেন হুগলী আদালতের আইনজীবী ও কর্মচারীরা। শুক্রবার দুপুরে হুগলী জেলা আদালতের কর্মচারী ও সকল আইনজীবী একত্রিত হয়ে আদালতের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলে সামিল ছিলেন হুগলী বার অ‍্যাসোসিয়েশন, সিভিল ইউনিট ও কর্মচারী সমিতি, এবং ল’ক্লার্ক অ‍্যাসোসিয়েশন। আর জি করে তরুণী চিকিৎসক অভয়াকে যেভাবে নারকীয় অত‍্যাচার করে নির্মমভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে,এবং মহিলা সুরক্ষার দাবিতে।

এদিন মিছিল করেন আইনজীবী সহ আদালত কর্মীগন। এই প্রশঙ্গে মহিলা আইনজীবীরা বলেন আর জি করে যে নির্মম ও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে তারা পথে নেমেছেন। বিচার ব‍্যবস্থা যা চলছে, চলুক। কিন্তু মহিলাদের কর্মক্ষেত্রে যেতে হয়। সেখানে পথে বা কর্মক্ষেত্রে সুরক্ষা থাকাটা বাঞ্ছনীয়, এবং আবশ্যি। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী একজন মহিলা। তাই মহিলাদের নিরাপত্তার যথাযথ ব‍্যবস্থা তিনি করবেন এমনটাই আশা করা যায়। এদিন তারা এক মিনিট নীরবতাও পালন করেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article