নিজস্ব সংবাদদাতা, হুগলী: সারা দেশে জাতীয় লোক আদালত বসবে চলতি মাসের ১৪ তারিখ শনিবার। যে কোনো দেওয়ানী, আপোষযোগ্য, ফৌজদারি, ব্যাঙ্কলোন, যানবাহন, দুর্ঘটনা, ট্রাফিক চালান (এম ভি এ্যাক্ট) বিদ্যোৎ জল, টেলিফোন বিল এন আই এ্যক্ট (ধারা ১৩৮) রেভিনিউ, ক্রেতা সুরক্ষা, শ্রমিক, পারিবারিক, অন্যান্য নাগরিক বিষয়ক ক্রেতা সুরক্ষা ইত্যাদি সংক্রান্ত মামলার আপোষ যোগ্য নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে। মহিলা, শিশু, তপশিলী জাতি, উপজাতি তালিকা ভুক্ত, শ্রমিক, মানসিক ভাবে অসুস্থ, প্রতিবন্ধী, বিপর্যয়ের শিকার, রক্ষন মূলক আবাস, সংশোধনাগার, হেপাজতে আছেন এমন ব্যক্তি, এবং উচ্চ আদালতের ক্ষেত্রে যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকার তারা এই আদালত থেকে বিনা খরচে আইনি সাহায্য পাবেন। এই লোক আদালতে এদিন উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবীগন। এই বিষয়ে জনসাধারণকে অবগত করতে বুধবার হুগলীর শ্রীরামপুর আদালত চত্বরে বিশিষ্ট আইনজীবীগন, ল’ক্লার্ক এ্যাসিয়েশন এর পদাধিকারী ব্যক্তি ও আদালতের অন্যান্য বিভাগের পদাধিকারীগন আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে এই বিষয়ে প্রচার করেন। সেই সাথে জাতীয় লোক আদালতের উপকারিতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট আইনজীবীগন।
লোক আদালতের সুবিধা পেতে যোগাযোগের ঠিকানা – জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ প্রত্যেক জেলা আদালত প্রাঙ্গন, মহকুমা আইনি পরিসেবা সংস্থা – প্রত্যেক মহকুমা আদালত প্রাঙ্গন, কোলকাতা উচ্চ ন্যায়ালয় আইনি পরিসেবা সংস্থা – সেন্টিনারী বিল্ডিং, কোলকাতা হাইকোর্ট এর দ্বীতলে,পশ্চিমবঙ্গ আইনি পরিসেবা কতৃপক্ষ- সি টি সিভিল কোর্ট বিল্ডিং এর দ্বীতলে (কোলকাতা -১)। যারা অর্থের অভাবে বা অন্যান্য জটিলতার কারণে কোন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আইনের দরজায় ঘুরছেন, তাদের ক্ষেত্রে এই লোক আদালত অনেকটা সুবিধা দিতে পারবেন বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবীরা।