Wednesday, September 3, 2025
Ad

কুলপি পঞ্চায়েত সমিতির শারদ সম্মান অনুষ্ঠান ২০২২।

Must read

ইমন কল্যাণ, কুলপি : কোরোনা পরিস্থিতির কারণে গত দু’বছর পর এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছিল আপামর বাঙালি। বাঙালির সেরা উৎসব দুর্গো পূজোয় কোন কিছুতেই কম ছিলনা কুলপির পুজো কমিটি গুলি।শুক্রবার কুলপি পঞ্চায়েত সমিতির সৃজন সভা গৃহে শারদ সম্মান অনুষ্ঠিত হয়। এখানে কুলপি ব্লকের বাছাই করা ১৭ টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। সেই সাথে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো কার্নিভালে কুলপি ব্লকের যে পাঁচটি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল তাদেরকেও সম্মানিত করা হয় এদিন।

কুলপি ব্লক ও পঞ্চায়েত সমিতির এই শারদ সম্মান ২০২২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবর্ষি মুখার্জি ও নবাগত সৌরভ গুপ্তা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকার এবং মন্দির বাজার সি.আই সৌমিত্র মন্ডল, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি সহ কর্মাধক্ষ্য কর্মাধক্ষ্যা গণ। উপস্থিত ছিলেন কুলপি থানার এস.আই অর্পণ নায়েক ও থানা সমন্বয় কমিটির সম্পাদক পূর্ণেন্দু হালদার।

কুলপি শারদ সম্মান ২০২২ এ যারা পুরস্কৃত হলেন –
সেরার সেরা :
১ম স্থানাধিকারী – রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব।
২য় স্থানাধিকারী – চকদুলালপুর অরুণোদয় সংঘ।
৩য় স্থানাধিকারী – সিদ্ধিবেড়িয়া গ্রহরাজ সংঘ।

সেরা প্রতিমা :
১ম স্থানাধিকারী – কুলপি পুরাতন বাজার পূজা কমিটি।
২য় স্থানাধিকারী – কুলপি সাহাপাড়া দুর্গোৎসব পুজো কমিটি।
৩য় স্থানাধিকারী – কুলপি থানা অধিবাসী বৃন্দ।
সেরা মন্ডপ – রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব।
সেরা থিম – কলোনী কিশোর সংঘ।
সেরা আলোকসজ্জা -কাঁটাবেনিয়া অগ্রদুত সংঘ।
সেরা পরিবেশ – গোপালনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
সেরা পরিচালনা – রামনগর গ্রামবাসী বৃন্দ পুজো কমিটি।
মহিলা পরিচালিত সেরা পূজা – ঈশ্বরীপুর মহিলা পুজো কমিটি।

দ :২৪ পরগনা জেলা কার্নিভাল অংশগ্রহণ কারী পুজো কমিটি :
১. কুলপি পুরাতন বাজার পূজা কমিটি।
২. কুলপি ব্লক সার্বজনীন দুর্গোৎসব।
৩. কুলপি থানা অধিবাসী বৃন্দ।
৪. গোপালনগর সার্বজনীন দুর্গোৎসব।
৫. রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article