Monday, October 20, 2025
Ad

ইসলামপুর থেকে উদ্ধার অপহৃত তরুণী, গ্রেফতার অপহরণকারী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

জ্যোতির্ময় ভৌমিক, বঙাইগাঁও অসম: নিম্ন অসমের চিরাং জেলার বিজনী পুলিশের সাফল্য ! পশ্চিম বঙ্গের ইসলামপুর থেকে গ্রেফতার তরুণী অপহরণকারী ! ধৃত অপহরণ কারীর ঘর বঙাইগাঁও জেলার ২নম্বর ঘোড়ামারায় !তার নাম ময়নাল হক !জানা গেছে বিজনীর ১নম্বর মাজবাড়ীর এক ১৪ বছরের তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে এবং অপহরণ করে পশ্চিমবঙ্গের ইসলামপুরে নিয়ে যায় !গত ২৯ এপ্রিল থেকে ওই তরুণী নিখোঁজ ছিল ! তরুণীর বাবার এজাহারের ভিত্তি করে পুলিশ অতি তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে !

অবশেষে পশ্চিম বঙ্গের ইসলামপুর থেকে ময়নাল হককে গ্রেফতার করে এবং তরুণীকে উদ্ধার করে বীজনী পুলিশ ! বিজনী পুলিশ ৭০/ ২০ নম্বর ধারা কেস নথিভুক্ত করে ধৃত ময়নাল হক কে জেলে প্রেরণ করে আজ !

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article