Friday, April 18, 2025
Ad

উত্তাল জয়নগর, নাবালিকার দেহ নিয়ে বিক্ষোভ।

Must read

নাবালিকা খুনের ঘটনায় ফের উত্তপ্ত কৃপাখালি।

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: মঙ্গলবার পঞ্চমীতে ফের উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের কৃপাখালি গরানকাটি। এদিন বেলার দিকে নির্যাতিতার দেহ নিয়ে মিছিল করছিল গ্রামবাসীরা, সেসময় বারুইপুরের এসডিপিও এলাকায় যান। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও। এসডিপিও-র গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গরানকাটি এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এসডিপিও কে লক্ষ্য করে চটি হাতে তেড়ে যান গ্রামবাসীরা। এসডিপিও গাড়ি থেকে নেমে হেঁটেই পার হন।

উত্তেজনার মধ্যেই আবারও কৃপাখালির গরানকাটিতে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। লাঠি, বাঁশ, ইট নিয়ে হামলা চালানো হয় বলে পুলিশের তরফে অভিযোগ। পুলিশের গাড়ির সামনের এবং পাশের কাঁচ ভেঙে যায়।

বিক্ষোভকারী এলাকাবাসী বলেন, পুলিশের ওপর আমাদের কোনও রাগ নেই। আমরা সন্ত্রাসবাদীদের গ্রাম থেকে তাড়াতে চাই। পুলিশ সন্ত্রাসবাদীদের নিরাপত্তা দিচ্ছে। আমরা বলেছিলাম, অবরোধ চলাকালীন গাড়ি যাওয়া যাবে না। পুলিশ বলছে, আমাদের গাড়িতে রোগী আছে। তোমরা সরে যাও, না হলে গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। তখনই আমাদের ছেলেরা ক্ষীপ্ত হয়ে যায়।

অন্যদিকে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, কোনো গ্রামবাসীর সঙ্গে পুলিশ কোনও ধরনের অভব্য আচরণ করেনি। কর্তব্যরত একজন মহিলা কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় বিক্ষোভকারীরা গাড়ি আটকায় এবং ভাঙচুর চালায় গাড়ির উপরে। গাড়িতে থাকা কয়েকজন পুলিশ আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় কয়েকজন কে আটক করা হয় বলে সূত্রের খবর।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article