Wednesday, October 22, 2025
Ad

সাংবাদিক একাদশ বনাম পুলিশ একাদশ অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য, হুগলি : সোমবার চন্দননগর পুলিশ কমিশনারেট একাদশ বনাম হুগলি জেলা সাংবাদিক একাদশের একটি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের ময়দানে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হুগলি জেলা সাংবাদিক একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ২০৪ রান তোলে চন্দননগর পুলিশ কমিশনারেট। ওপেনিং জুটিতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের অধিনায়ক চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি ও ডিসি শ্রীরামপুর ১৫০ রানেরও বেশি রান তোলেন। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ৫৭ রানে আউট হয়ে গেলেও ডিসি শ্রীরামপুর অপরাজিত থাকেন ব্যাক্তিগত ১৬০ রানে। অন্যদিকে হুগলি জেলা সাংবাদিক একাদশ পরে ২০৫ রানের লক্ষমাত্র নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেটে ১৬০ রান তোলে। এদিনের ম্যান অফ দি ম্যাচ হন ডিসি শ্রীরামপুর। খেলার শেষে হুগলি জেলা সাংবাদিক একাদশের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি চন্দননগর পুলিশ কমিশনারেট একাদশের হাতে এবং চন্দননগর পুলিশ কমিশনারেট একাদশের পক্ষ থেকে হুগলি জেলা সাংবাদিক একাদশের হাতে রানার্স ট্রফি তুলে দেওয়া হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article