নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাচারের আগেই পুলিশের অভিযানে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার অবৈধ পোস্ত দানা। গোপন সূত্র খবরের ভিত্তিতে ডুয়ার্সের বানারহাট ব্লকের আম্বাডিপা এলাকায় রাজস্থানের নাম্বার প্লেটের একটি কন্টেইনার এবং একটি অসম নম্বরের গাড়িতে তল্লাশি চালায় বানারহাট থানার পুলিশ। কন্টেইনার দুটিতে তল্লাশি চালাতে চক্ষ চড়কগাছ পুলিশের। কন্টেনার দুটির ভেতরে সারি সারি করে সাজানো রয়েছে বস্তা। আর সেই বস্তা গুলির ভেতরে রয়েছে অবৈধ পোস্তদানা।পুলিশ সূত্রের খবর, একটি গাড়ি থেকে ১০৫ বস্তা এবং আরেকটি গাড়ি থেকে ৬৫ বস্তা পোস্ত দানা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুটি গাড়িসহ পোস্ত দানা বোঝাই বস্তাগুলো বাজেয়াপ্ত করেছে বানারহাট থানার পুলিশ। এর পেছনে কারা জড়িত রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ।
Poppy seeds recovered পাচারের আগেই প্রায় দেড় কোটি টাকার পোস্ত দানা উদ্ধার।

- Advertisement -