বন্দনা ভট্টাচার্য, হুগলি : চন্দননরের পর রিষড়াতেও শুরু হবে জগদ্ধাত্রী পূজো। শনিবার সেই পূজোর গাইডলাইন ম্যাপ উনমোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রিষড়া থানার উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, এস পি অমিত পি. জাভালগি, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পৌরসভার কর্মীবৃন্দ।
উপস্থিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বক্তব্য রাখার সময় পৌর প্রধান বিজয় সাগর মিশ্র জানান, বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য পূজোর বিশেষ দিনগুলোতে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য হাওড়া রেলওয়ে অফিসে চিঠি দিয়ে জানানো হয়েছে। এছাড়াও জলপথেও অতিরিক্ত জলযানেরও ব্যবস্থা করা হয়েছে। অপ্রিতিকর ঘটনার মোকাবিলা করার জন্য রিষড়া পৌরসভা সব রকম ভাবেই প্রস্তুত থাকবে। ইতিমধ্যেই শুরু করা হয়েছে রাস্তা সারানোর কাজ। নজরদারীর জন্য শহরের বিভিন্ন রাস্তায় বসানো হচ্ছে সিসিটিভি।
পুলিশ সুপার অমিত পি. জাভালগি জানান, পুলিশ সবর্দা নজরদারি করবে। বিভিন্ন রাস্তায় বুথ করা হবে। এছাড়াও প্রতিমা নিরঞ্জন হওয়া পর্যন্ত ড্রোনের মাধ্য্যমে পরিস্থিতির উপর নজর রাখা হবে। অনুষ্ঠানের শেষে গাইডলাইন ম্যাপ উন্মোচন করেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়।