Wednesday, October 22, 2025
Ad

রক্তদান শিবিরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ সানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

সাকিফ হোসেন, ঢোলাহাট : মঙ্গলবার মথুরাপুর ১নং ব্লকের শংকরপুর অঞ্চল আইএসএফের পরিচালনায় ভগবানপুর এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে সেই রক্তদান শিবিরে উৎসাহী রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মত, পাশাপাশি উপস্থিত ছিলেন কয়েক হাজার আইএসএফ কর্মী সমর্থকরাও।

দুপুরে রক্তদান শিবিরে উপস্থিত হন ভাঙ্গড় বিধানসভার আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

এদিন অনুষ্ঠান-মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার পরামর্শ দেন। সেইসাথে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের কিছু কর্মী শাসক দলের চাটুগিরি করলেও কিছু অংশ স্বচ্ছ ভাবে কাজ করার চেষ্টা করছে আবার কিছু অংশ পরিস্থিতির চাপে পড়ে শাসকদলের হয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। আবার তৃণমূলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তৃনমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলে। ১০০ দিনের কাজের টাকা নয় ছয় করেছে। ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি টাকা তছরুপ করা হয়েছে। সেই টাকার হিসেব দেওয়া হয়নি বলেই কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে। অন্য কোনো রাজ্যে কিন্তু ১০০দিনের কাজের টাকা বন্ধ করেনি।
এনআরসি প্রসঙ্গে বিধায়ক বলেন, তৃণমূল কংগ্রেসের এমপিরা এনআরসির ভোট পর্ব থেকে বিরত ছিল। আমি এনআরসি বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন করেছি। রাজ্য সরকার কিংবা তার তরফে কেন সুপ্রিম কোর্টে গেল না ? কর্মীদের উদ্যেশ্যে বলেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। ভোটের সময় বিজেপি ও তৃণমূল এনআরসি নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাতে কান দিলে চলবে না। আমাদের সজাগ থাকতে হবে আর দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।
পাশাপাশি রক্তদান শিবিরের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

এদিনের এই রক্তদান শিবিরে প্রায় পাঁচশ নারী পুরুষ সেছ্বায় রক্ত দান করেন। রক্ত দাতাদের উৎসাহিত করেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। পাশাপাশি রক্ত দানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article