BJP-র অফিসে ISF-র কর্মী সভা। 
নিজস্ব সংবাদদাতা, কুলপি : বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে ISF-র সাংগঠনিক বৈঠক ঘিরে পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠল। শনিবার কুলপির রামকৃষ্ণপুরে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা অফিসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করে কুলপি ব্লক আইএসএফ। বৈঠকের আগে বিজেপির পতাকা, ফেস্টুন খুলে নেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই বৈঠক।

বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য আইএসএফ-বিজেপির গোপন আঁতাতের কথা অস্বীকার করে বলেন, ওই বিল্ডিংটি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস ঠিকই। তবে ওই বিল্ডিংটির বিভিন্ন রুম নানান কাজে ভাড়া দেওয়া হয়। সুতরাং আইএসএফও ভাড়া নিয়ে সেখানে মিটিং করতেই পারে।
বিজেপি নেতা কৃত্তিবাস সর্দার জানান, এদিনের বৈঠক সম্পর্কে কিছুই জানা নেই তাঁর। দলের জেলা নেতৃত্বও জানে না। বিষয়টি নিয়ে দলের জেলা নেতৃত্ব তদন্ত করবে।
অন্যদিকে আইএসএফের কুলপি ব্লক সভাপতি নুর সালাম গাজি জানিয়েছেন, আজকের বৈঠকের জন্য কোন হল পাওয়া যাচ্ছিল না। তারপর এই হলটি পাওয়া যায়। এটা বিজেপির কার্যালয় বলে জানিনা। আমি ভাড়ায় নিয়েছি। বিজেপির সঙ্গে গোপন আঁতাতের কোন বিষয় নেই।

অন্যদিকে তৃনমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন, আমরা বারেবারে বলেছি আইএসএফ-বিজেপির যোগ আছে। আজকের ঘটনায় তা আরও প্রকাশ্যে চলে এল। অবশ্যই ওদের গোপন আঁতাত রয়েছে, নইলে বিজেপির অফিসে আইএসএফ কেন মিটিং করবে।
