Saturday, August 30, 2025
Ad

আন্তর্জাতিক যোগ দিবস পালন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Must read

International Yoga Day: ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : বুধবার ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি বিশ্বযোগ দিবস নামেও পরিচিত। যোগ হল এক বিশেষ ধরনের শারীরিক ও মানষিক ব‍্যায়াম। অর্থাৎ যোগ দিবসের মানে হল মানুষের শারীরিক ও মানষিক সুস্থতা বিধান করা। ভারতের অন‍্যান‍্য পরমপরা গুলির মধ‍্য যোগব‍্যায়াম একটা প্রথা। ২০১৪ সালের ২৭সে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে ভাষন দেওয়ার সময় বর্তমান প্রধান মন্ত্রী ২১সে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগদিবস ঘোষনা করার প্রস্তাব দিয়েছিলেন। সেই বছরেরই ১১ই ডিসেম্বর রাস্ট্রসঙ্ঘ ২১সে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষনা করে।

এই দিনটিকে আজ হুগলীর ইউথ অ‍্যাথলেটিক সেন্টারের কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে পালন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিগন। উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সের সাধারণ মানুষও। উক্ত অনুষ্ঠানে লকেট চট্টোপাধ্যায় নিজে সকলের সাথে যোগা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি যোগা ব‍্যায়ামের গুরুত্ব সকলকে বুঝিয়ে, বলেন বর্তমানে ব‍্যস্ততম জীবনে নিজেকে শারীরিক ও মানষিক ভাবে সুস্থ রাখতে গেলে প্রত‍্যেক মানুষের যোগব‍্যায়াম অনুশীলন করা অত‍্যন্ত আবশ‍্যিক। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত কয়েকজনের হাতে মেমেন্টো তুলে দেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article