Wednesday, October 22, 2025
Ad

ম্যানগ্রোভ রক্ষার্থে সুন্দরবনে আন্তর্জাতিক কর্মশালা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : মানব জীবনে বেঁচে থাকার উৎস হল অক্সিজেন, যা সবুজ বৃক্ষ থেকে পাওয়া যায়। তাই মানব জীবনে জীবন জীবিকার জন্য অসংখ্য গাছ কেটে ফেলায় অক্সিজেনের মাত্রা কমতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন নদীর পার্শ্ববর্তী এলাকায় গাছ কেটে ফেলায় নদীবক্ষে ক্ষতির পরিমান বাড়তে চলেছে। তাই এই গাছকে বাঁচিয়ে রাখার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন এমন কিছু স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

তারই এক নিদর্শন সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে সোজনে খালি ইন্ডিয়ান সুন্দরবন সভাঘরে মানুষ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রী এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন। সাউথ এশিয়ান ফোরাম ফর এনভারমেন্ট (SAFI) ও ডিপার্টমেন্ট অফ সুন্দরবন টাইগার ফরেষ্ট রিসিভ (STR) এবং পারগন ফাউন্ডেশন ফর রিচার্জ ইনভেনশনস (PFRI) এদের উদ্যোগে এই কর্মশালার আয়োজন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিবেশবিদ Supitcha Tiyapipat (থাইল্যান্ড), Alexandre HD (ফ্রান্স)। তারা পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সুন্দরবন বাসির নানান পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। এবং ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

“সেফ” নামক এই সংস্থার আয়োজিত আন্তর্জাতিক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় আমতলী পঞ্চায়েত প্রধান রঞ্জন মন্ডল, বিশিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ পুনঃ বসু চৌধুরী, সুন্দরবন বনদপ্তর পরিচালক ডঃ দ্বৈপায়ন দে, সাউথ এশিয়ান ফোরাম ফর ইনভারমেন্ট এর অধিকর্তা তাপস রায়, সুন্দরবন ডিভিশনাল বনদপ্তরের সহআধিকারীক অনুরাগ চৌধুরী প্রমুখ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article