নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর : সাগরের কোম্পানীছাড়ে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল এক সাংবাদ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানীছাড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সাগরের কোম্পানীছাড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের নিউজ কভারেজ করতে এসে বেশ কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় থাকা যুবকের হাতে আক্রান্ত হয় এলাকার এক সাংবাদিক।
আহত সংবাদ কর্মী সৌরভ মন্ডল জানান, সাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করার পর এদিন রাতেই স্থানীয় সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে ছয় জন অভিযুক্তকে তল্লাশি শুরু করেছে সাগর থানার পুলিশ।
এই বিষয়ে বিশিষ্ট সাংবাদিক গৌতম মন্ডল বলেন, সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণ অত্যন্ত নেক্কারজনক। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।