Friday, December 5, 2025
Ad

পানচাষিদের সুবিধার্থে কৃষি বিপণন দফতর ও জেলা পরিষদের উদ্যোগ।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: প্রশাসনের উদ্যোগে অবশেষে রাস্তার ধারে খোলা আকাশের নিচে বসে পান বিকিকিনির দিন শেষ হতে চলেছে বাঁকুড়ার তালডাংরায়। কৃষি বিপণন দফতর ও বাঁকুড়ার জেলা পরিষদের তরফে শিবডাঙায় চালু হতে চলেছে বহুপ্রতীক্ষিত পানবাজার। জানুয়ারির শেষে পানের মরশুম শুরু হওয়ার আগেই নতুন বছরের গোড়ায় খুলে যাবে এই বাজার।

এজন্য ইতিমধ্যেই পানচাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে তৈরি হয়েছে শেড। বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের দু’ধারে তালডাংরার এই দীর্ঘদিনের পানবাজারটি গোটা রাজ্যেই বেশ জনপ্রিয়। সিমলিপাল, ওন্দা, তালডাংরা-সহ এলাকার প্রায় ৭০টি গ্রামের পানচাষি ও ব্যবসায়ীরা এই বাজারে ব্যবসা করতে আসেন। গোটা রাজ্যের পাশাপাশি পড়শি রাজ্যগুলিতেও পান রফতানি করা হয় এখান থেকে। কিন্তু রাস্তার ধারে খোলা আকাশের নিচে ব্যবসা করতে গিয়ে পান ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিলেন। তাই তাঁরা জায়গা স্থানান্তরের দাবি জানান। সেই দাবি মেনেই শিবডাঙায় তৈরি হচ্ছে স্থায়ী পানবাজার।

প্রায় ৩ বিঘা জমির উপর বসবে এই বাজার। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় বলেন, বাজারের নির্মাণকাজ প্রায় শেষের পথে। পান ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছে শেড ও নিকাশি নালা। এ ছাড়াও জেলা পরিষদের তরফে তৈরি করা হয়েছে টিউবওয়েল। পানবিক্রেতাদের জন্য শৌচাগারও নির্মাণ চলছে। জানুয়ারির শুরুতেই চালু হয়ে যাবে পানবাজারটি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article