Monday, October 20, 2025
Ad

বিদ‍্যাসাগরের মূর্তি ও তাঁর নামাঙ্কিত পার্ক উদ্বোধন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : স্কুল থেকে ফিরে খেলতে যাওয়ার আনন্দ হারিয়ে গেছে শিশুদের জীবন থেকে। শৈশব হারিয়ে যেতে বসেছে লেখা পড়ার চাপে। যদি সময়ের ফাঁকে একটু খেলার ইচ্ছে হয়, খেলবে কোথায়? খেলার মাঠ বা ফাঁকা জমির উপরে প্রমোটাররা বড় বড় কংক্রিটের ইমারত তৈরি করছে তাদের মুনাফা লাভের আশায়। ফলে বাচ্ছারা আকৃষ্ঠ হচ্ছে ইন্টারনেট দুনিয়ার হাত ছানিতে। এই ছোটবেলার কথা মনে করেই হুগলীর রিষড়ায় ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের নামে একটি শিশু উদ‍্যান নির্মান করা হয়েছে।

এছাড়া আগামী প্রজন্মের কাছে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের ভাবধারাকে স্মরনীয় করে রাখতে এই উদ‍্যানে ঈশ্বর চন্দ্রের একটি আবক্ষ‍্য মূর্তিও স্থাপন করা হয়েছে। রিষড়া পৌরসভার উদ‍্যোগে এই পৌরসভার অন্তর্গত ২১ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি কিশোর ঘোষের তত্বাবধানে সুভাষ নগর দেবায়তনে ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর শিশু উদ‍্যানটি নির্মান করা হয়। মঙ্গল বার ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগরের ২০৪ তম জন্ম দিনে এই মূর্তি উন্মোচন ও শিশু উদ‍্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রিষড়া পৌর সভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও উপ পৌর প্রধান জনাব জাহিদ হাসান খান। উদ্বোধন শেষে ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষার সামগ্রী। এই প্রশঙ্গে পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, পন্ডিত ঈশ্বর চন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায় একজন সমাজ সংস্কারক ছিলেন। ছোটোদের জন‍্য তাঁর লেখা বর্ণ পরিচয় আজও বাংলার সব থেকে প্রভাবশালী “প্রাইমার ” বলে গণ‍্য করা হয়। সেই মর্হন পুরুষের মূর্তি স্থাপন করে এবং তাঁর নামাঙ্কিত শিশু উদ‍্যান নির্মাণ করে গর্ব বোধ হচ্ছে। উদ‍্যানে ছোট ছেলে মেয়েরা যেমন খেলতে পারবে, তেমনই বয়স্ক মানুষরাও এখানে সময় কাটাতে পারবে। রিষড়া শহরের মানুষের জন‍্য একের পর উন্নয়নের সাথে সাথে এই উদ‍্যানটিও রিষড়া পৌরসভার পক্ষ থেকে রিষড়ার মানুষদের উপহার দেওয়া হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌর সভার সকল সদস‍্য, সদস‍্যা, বিশিষ্ট ব‍্যক্তি ও উক্ত ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article