প্রতাপ প্রামানিক, মথুরাপুর : পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রায়দিঘি বিধানসভার মথরাপুর দু’নম্বর ব্লক মাইনোরিটি সেলের সভাপতি রউপ মোল্লার উদ্যোগে কাশিনগর বাসস্ট্যান্ডে সাড়ম্বরে শুভ উদ্বোধন হলো মাইনোরিটি সেল কার্যালয়।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতে কেটে কার্য্যলয় এর উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি আবুল কাশেম রুসলী। পাশাপাশি এদিন মথুরাপুর দুই নং ব্লক মাইনোরিটি সেলের উদ্যোগে ঈদ উপলক্ষে সাতশত অসহায় দুঃস্থ ব্যক্তিদের তুলে দেওয়া হয় শাড়ি, সিমাই ও লাচ্চা। মাইনোরিটি সেল এর অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন আপামর এলাকাবাসি।