বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হুগলীর চন্দননগর স্ট্যান্ডরোড সংলগ্ন রাণীঘাট এলাকায় নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। যার নাম দেওয়া হয়েছে “ভোটের দোকান”। ভোটারদের সুবিদার্থে হুগলী জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সহায়তাকেন্দ্রটির উদ্বোধন করা হল। উদ্বোধন করেন জেলা নির্বাচন আধিকারিক তথা হুগলীর জেলাশাসক মুক্তা আর্য্য। ভারতের নির্বাচন কমিশনের SVEEP (Systemetic Voters Education and Electoral Participation) এর কর্মসূচির অঙ্গ হিসাবেই সহায়তা কেন্দ্রটি করা হল। এটি একটি প্রচার মূলক উদ্যোগ। সাধারণ মানুষকে নির্বাচন প্রক্রিয়া সম্মন্ধে সচেতন করতে, ভোট শক্তি সম্পর্কে অবগত করতে এবং তাদের সব রকমের তথ্য প্রদান করার জন্যই এই সহায়তা কেন্দ্রটি করা হয়েছে। জেলা শাসক মুক্তা আর্য্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসিপি ঈশানী পাল হেড কোয়ার্টার, ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল এবং অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যাক্তিগন। তবে এই নির্বাচনী সহায়তা কেন্দ্রটি নতুন ভোটারদের জন্য একটি অভিনব উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।
এই প্রশঙ্গে মুক্তা আর্য্য বলেন, সাধারণ ভোটারদের সচেতনতার জন্য এবং ভোট সংক্রান্ত সব রকম তথ্য জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হুগলী জেলায় এটাই প্রথম। প্রয়োজনে ভবিষ্যতে এই রকম সহায়তা কেন্দ্র করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে একটি সেলফি জোন ও করা হয়েছে, নতুন যারা ভোটার তাদের উৎসাহিত করার জন্য। সকাল থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই নির্বাচনী সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে বলেও জানিয়েছেন মুক্তা আর্য্য। পুলিশ কমিশনার অমিত পি জাভালগী জানান, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষকে ভরষা দিতে হুগলীর বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চলছে। রুটমার্চ করা হচ্ছে। সামনেই রাম নবমীর মিছিল বের হবে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে, প্রশাসনিক ভাবে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে জেলার সব জায়গা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।