Monday, October 20, 2025
Ad

হাইকোর্টের নির্দেশে ভেঙে দেয়া হলো অবৈধ দোকান।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

তপন কুমার দাস, রায়দিঘি: হাইকোর্টের নির্দেশে রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকের হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় অবৈধ দশটি দোকান ভেঙে দেওয়া হল শুক্রবার। এদিন মথুরাপুর থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং পি.ডব্লিউ.ডি আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে দেয়া হলো দোকান গুলি।

কিছুদিন আগেই মথুরাপুর এক নম্বর ব্লকের রঞ্জিত হালদার নামে স্থানীয় এক বাসিন্দা হাইকোর্টে মামলা করেন, সরকারি জায়গায় অবৈধভাবে বেশ কয়েকটি দোকান করা হয়েছে। এরপরই হাইকোর্টের নির্দেশে শুক্রবার ভেঙে দেয়া হয় সেই অবৈধ দোকানগুলি। ফলে মাথায় হাত পড়েছে বেশকিছু স্থানীয় ব্যবসায়ীর।

তাদের দাবি, যদি ভাঙ্গা হয় তাহলে সবকটি দোকান কেন ভাঙ্গা হচ্ছে না? এমনকি পি.ডব্লিউ.ডির কাছে ভাঙার নোটিশ দেখাতে বললেও তারা কোন ধরনের সহযোগিতা করেনি বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article