নির্বাচনক্ষেত্রে অভিযোগ জানাতে টোল ফ্রি নাম্বার চালু প্রশাসনের।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আঠারোতম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়েছে শনিবার। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিন ঘোষনা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরপরেই হুগলীর জেলাশাসক কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, হুগলীর জেলাশাসক মুক্তা আর্য, এস পি রুরাল কামনাশিষ সেন, ডিসিপি ঈশানী পাল সহ ও অন্যান্য আধিকারিকগন। ভোটের প্রার্থীদের নমিনেশন জমার শেষ তারিখ স্কুটিনির তারিখ, নমিনেশন তুলে নেওয়ার তারিখ, নির্বাচনের দিন সহ ভোটারের সংখ্যা জানিয়ে দেন। এছাড়া তিনি বলেন, ভারতীয় দন্ড বিধি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যাক্তিকে অবৈধভাবে ভোট দানে প্রভাবিত করা হয় কিংবা ভোটারকে বা কোনো প্রতিদ্বন্দ্বিকে ভীতি প্রদর্শন, কোন উৎকোচ গ্রহন এবং উৎকোচ প্রদান করা শাস্তি যোগ্য অপরাধ। এই আচরনের কারণে জরিমানা অথবা এক বছর পর্যন্ত শাস্তি হতে পারে।
জেলাশাসক সকল নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন, যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে জেলার অভিযোগ কেন্দ্রে অথবা টোল ফ্রি ১৯৫০ নম্বারে জানালে প্রশাসনিক ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন নির্বিঘ্নে হওয়ার পাশাপাশি নির্বাচন বিধি যারা লঙ্ঘন করবে তাদের জন্য একটি ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে, যার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলাশাসক মুক্তা আর্য।