Monday, October 20, 2025
Ad

হকার উচ্ছেদকে কেন্দ্র করে অবস্থান বিক্ষোভ হকার্স ইউনিয়নের

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

তিন দিন যাবত অবস্থান বিক্ষোভ।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হকার উচ্ছেদকে কেন্দ্র করে সোমবার চন্দননগর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছেন চন্দননগর হকার্স ইউনিয়ন। তিন দিন ধরে চলছে এই অবস্থান বিক্ষোভ চলছে।

চন্দননগর স্টেশন সংলগ্ন রেলের জমিতে একটি মাছের বাজার সহ ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা দোকান রয়েছে। দোকানের আয় থেকেই দোকানদারদের জীবিকা নির্বাহ হয়।

হঠাৎই গত দশদিন আগে রেলের তরফ থেকে নির্দেশ দেয় তিন তারিখের মধ‍্যে সব দোকান অন‍্যত্র সরিয়ে নিতে হবে। অন‍্যথায় দোকান গুলো উচ্ছেদ করা হবে।

এরই প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবীতে গত তিন দিন ধরে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। উন্নয়ন নিয়ে তাদের কোনো সমস‍্যা নেই। কিন্তু দোকান বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে তাদের পথে বসতে হবে।

অবশেষে রেল কতৃপক্ষের সাথে হকার্স ইউনিয়নের আলোচনা সাপেক্ষে রেলের তরফে জানানো হয়, আগামী তিন মাসের মধ‍্যে দোকান সরিয়ে রেলের জায়গা খালি করে দিতে হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article