Thursday, April 17, 2025
Ad

ভারতীয় রেলের একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত রাজ‍্যপাল।

Must read

হুগলিতে রেল প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর। (The Governor attended the virtual inauguration of a bunch of Indian Railways projects)

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: সোমবার অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যপাল সি ভি আনন্দ বোস। ব‍্যান্ডেল স্টেশনের সন্নিকটে শরৎ চন্দ্র রেল ইন্সটিটিউটে এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখার জন‍্য লাগানো হয়েছিল একাধিক জায়েন্ট স্ক্রিন। রাজ‍্যপাল সি ভি আনন্দ বোস হাওড়া থেকে স্পেশাল ট্রেনে ব‍্যান্ডেল স্টেশনে এসে পৌছান। সেখান থেকে হেটে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন। সেই সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রচুর পুলিশ নামানো হয়। ছিল রেল পুলিশ ও আধিকারিকগন। রাজ‍্যপাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব রেলের জেনারেল ম‍্যানেজার মিলিন্দ কে দেউস্কর, ডিভিশনাল ম‍্যানেজার সঞ্জীব কুমার, সহ অন‍্যান‍্য রেলের আধিকারিকগন। অনুষ্ঠানে রাজ‍্যপাল উপস্থিত হওয়ার পর তাকে স্বাগত জানানো হয় জাতীয় সঙ্গীতের সুরে। এরপর পুস্প স্তবক দিয়ে তাঁকে ফরণ করে নেওয়া হয়। এরপর মঞ্চে বক্তব‍্য রাখেন জেনারেল ম‍্যানেজার মিলিন্দ কে দেউস্কর। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ‍্যপাল। এদিন দু হাজার একশ ঊনচল্লিশটি স্টেশনে একই সাথে এই অনুষ্ঠান দেখা গেছে।

এদিন জানা যায়, অমৃত ভারত প্রকল্পে হুগলী জেলায় তিনটি রেল স্টেশনের পুনর্নিমান করা হবে। এগুলো হল ব‍্যান্ডেল, ডানকুনি ও চন্দননগর। ব‍্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের করতেই খরচ হবে তিনশ সাত কোটি টাকা। এর মধ‍্যেই ভারত বর্ষের সব থেকে নন ইন্টার লকিং এর কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে আরও সতেরটি স্টেশন, যেগুলো সম্পূর্ণ ভাবে পুর্ননির্মাণ করা হবে। তৈরী হবে পাঁচশ চুয়ান্নটি রোড ওভার ব্রিজ এবং আন্ডারপাশ। বর্তমানে চার হাজার একশ কোটি টাকা খরচ করে প্রায় নয়টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ব‍্যান্ডেল ছাড়া আরও তিনটি স্টেশন, হাওড়া, কোলকাতা টার্মিনাল ও আসানসোলকে বিশ্ব মানের অত‍্যাধুনিক করে তোলা হবে। এই চারটি স্টেশনের উন্নতির জন‍্য খরচ হবে তের হাজার আটশ দশ কোটি টাকা। যে স্টেশন গুলো পুনর্নিমান করা হবে তার মধ‍্যে আঠাশটি স্টেশন পূর্ব রেলের আওতায় রয়েছে। বাংলায় মোট পঁয়তাল্লিশটি স্টেশনের পুনঃ নির্মান করা হবে। এর মধ‍্যে ব‍্যান্ডেল জংশন অন‍্যতম যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উদ্বোধন রাজ‍্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত হয়েছিলেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article