জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান : বকেয়া মহার্ঘ ভাতা, শূন্য পদে কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে বুধবার মন্তেশ্বর ব্লক কোঅর্ডিয়েশন সংগঠনের পক্ষ থেকে দু’ঘণ্টার কর্মবিরতির অবস্থান করেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েত বিভাগের কর্মীরা। কর্মীরা জানাান, পঞ্চায়েত কোঅর্ডিয়েশন কমিটির আহবানে সারা রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মচারীরা এই কর্ম বিরতিতে সামিল হয়েছে। মন্তেশ্বর ব্লকের কর্মচারী সুমন চ্যাটার্জির বলেন শুধুমাত্র পঞ্চায়েত সমিতিতে নয় মন্তেশ্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতেও কর্মীরা এই কর্ম বিরতিতে সামিল হয়েছে।
বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি মন্তেশ্বরে।

- Advertisement -