রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর।
বন্দনা ভট্টাচার্য, কলকাতা: চলতি মাসেই গ্রাহকরা রোজভ্যালিতে বিনিয়োগ করা টাকা ফেরত পেতে চলেছেন। রোজভ্যালি গ্রপ অফ কোম্পানিতে এক সময় বহু মানুষ তাদের অর্থ জমা রেখেছিলেন। রোজভ্যালি চিটফান্ড কান্ড সামনে আসার পর বহু মানুষ সঞ্চিত অর্থ আর পাবেনা জেনে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। আমানতকারীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা তাদের জীবনের শেষ সম্বলটুকু আর ফিরত না পাওয়ার আশঙ্কা করেছিলেন। অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমনকি এই ঘটনায় আত্মহত্যা পযর্ন্ত করেছে এমনটাও জানা গেছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে অনেক এজেন্টরা। আবার অনেকেই ফিরোদের আশা ছেড়েই দিয়েছেন।
২০১৪ সাল থেকে রোজভ্যালি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। শুরু হয় এই সংস্থার বিরুদ্ধে তদন্ত। ইডি রোজভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা। গ্রেফতার করা হয় রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু ও তার স্ত্রী শুভ্রা কুন্ডুকে। সেই সময় আমানত কারীদের টাকা ফিরত দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলেও তারপর কেটে গেছে দশ বছর। এবার সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। হাই কোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। টাকা ফিরত দেওয়ার জন্য সেই সময় একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বর্তমানে সেই ওয়েবসাইট তৈরি করে শুরু হয়েছে টাকা ফিরত দেওয়ার প্রক্রিয়া। টাকা ফিরত পাওয়ার জন্য উপযুক্ত তথ্য ও প্রমাণ সহ আবেদন করতে হবে অন লাইনে www.rosevalleyadc.com এই ওয়েব সাইটে। এরপর ধীরে ধীরে টাকা ফিরত পাবেন গ্রাহকরা। প্রথম ধাপে পাঁচ হাজার টাকার মধ্য জমানো অর্থ ফিরত দেওয়া হবে। এরপর ধাপে ধাপে যারা কম টাকা রেখেছেন তাদের দিয়ে তারপর যারা বেশি টাকা রেখেছেন তাদের ফিরত দেওয়া হবে। রোজভ্যালির সকল বিনিয়োগকারীদের জন্য এটা অত্যন্ত খুশির খবর।আদালতের নির্দেশে আমানতকারীদের মুখে এবার হাসি ফুটবে বলেই মনে করা হচ্ছে।