Sunday, August 31, 2025
Ad

অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দিন’ – দাবি সুমন বিশ্বাসের।

Must read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। তাকে একাধিকবার পুলিশের নিগ্রহের মুখেও পড়তে হয়েছে। কিন্তু তিনি আন্দোলন থেকে সরে আসেন নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল এসএসসি। ১৮০৪ জন শিক্ষকের নাম আছে সেই তালিকায়। আর তারপরই নানাবিধ তোপের মুখে পড়েছে এসএসসি। তারা আরও আগে এই তালিকা প্রকাশ করলে যোগ্য শিক্ষকদের চাকরি হারানোর মতো পরিস্থিতি তৈরি হতো না বলে অভিযোগ উঠছে। এই বিষয়ে রবিবার এসএসসি-কে কড়া ভাষায় তোপ দেগেছেন যোগ্য আন্দোলনকারী শিক্ষক মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। সর্বোচ্চ আদালতের নির্দেশে এসএসসি অযোগ্য শিক্ষকদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করার পরই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এই প্রসঙ্গে যোগ্য চাকরিহারাদের মঞ্চের অন্যতম মুখ সুমন বিশ্বাস বলেন, অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে এই কলঙ্ক থেকে মুক্ত করুন।

পাশাপাশি তিনি এসএসসি ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া ভাষায় সমালোচনা করেছেন। সেই সঙ্গে তালিকায় থাকা ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন। বলেছেন, যাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের নামটা এবার বলুন। সেই নেতাদের কলার চেপে ধরে নিজের টাকা আদায় করুন। এসএসসি’র প্রকাশ করার তালিকা যোগ্য চাকরিহারাদের তরফ থেকে যে তালিকা অভ্যন্তরীণভাবে তৈরি হয়েছিল তার সঙ্গে প্রায় মিলে গেছে বলে সুমন বিশ্বাস আরও জানিয়েছেন। এই তালিকায় থাকা ১৮০৪ জনকে ১২ শতাংশ সুদ সহ এতদিন যত বেতন পেয়েছেন সবটাই ফেরত দিতে হবে। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সামাজিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article