Saturday, August 30, 2025
Ad

Gangasagar Mela 2024:এবারের গঙ্গাসাগর মেলার বাজেট, কতো কোটি?

Must read

Gangasagar Mela 2024 মকর সংক্রান্তির আগেই ৪৫ লাখ পুণ্যার্থী।

লতা পুরকাইত, সাগর: ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলায় Gangasagar Mela 2024 ৪৫ লাখ মানুষ এসেছেন, দাবি করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানান। সাগরে পূণ্যার্থীদের জন্য ২৫০০ টি বাস, ৬টি বার্জ, ৩৮ টি ভেসেল, ১০০ টি লঞ্চ চলাচল করছে। এতে করে পূণ্যার্থীরা সহজেই পৌঁছে যাচ্ছেন কপিল মুনি মন্দিরে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিন বার কুম্ভ মেলায় গিয়েছেন কিন্তু গঙ্গাসাগর মেলার মতো এত মানুষের ভিড় তিনি দেখেননি। এর পাশাপাশি মেলা চত্বরকে সুসজ্জিত করতে টানা কাজ চলেছে। জানা গেছে, কপিল মুনির মন্দির সহ মেলা চত্বর রঙ্গিন আলোয় সুসজ্জিত করে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন এলাকায় বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইটস, তীর্থযাত্রী নিবাস, পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে। ইয়াস ঝড়ে কপিলমুনি মন্দির বরাবর সমুদ্রতটে ধস নেমেছিল। এবার তা নতুন করে তৈরি করা হয়েছে।

এদিন সাগর মেলা অফিসে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বোস, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, জেলা শাসক ও সুন্দরবন এস পি প্রমুখ।
শনিবার অবধি মোট ৫ জন পুর্ণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। তাঁরা হলেন সুমিত্রা দেবী (৫৫) পাকতলা রামপট্টি, বিহার। (ব্রেনস্ট্রোক জনিত কারনে)। স্বপ্না মুখার্জী, (৪২), খড়িবেরিয়া, দঃ ২৪ পরগণা (হাই ব্লাডসুগার জনিত কারনে)। সগুনা দেবী (৬০)। ঢোলপুর, রাজস্থান (এন্টারোসেপ্টাল এম আই জনিত কারনে। অরুন কুমার মণ্ডল, (৩৪)। রানীনগর, গোপিনাথপুর পলাশীপাড়া (এপিগ্যাস্ট্রিক পেইন জনিত কারনে)। ব্রিজলাল (৪৮) বছর, সীতাপুর, উত্তরপ্রদেশ, (অ্যাকিউট এবডোমেন পেইন)।

জানাগেছে, মেলা চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী জানান, এবারের গঙ্গাসাগর মেলার আনুমানিক বাজেট দুশো পঞ্চাশ কোটি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article