বন্দনা ভট্টাচার্য্য, হুগলি : বুধবার ছিল গণেশ চতুর্থী। সারা দেশ জুড়ে পালিত হলো এই দিনটি। মহারাষ্ট্রের হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এই গণেশ চতুর্থী। বিদেশেও এই পূজোর প্রচলন আছে। ভাদ্রমাসের শুক্লা তিথিতে এই পূজো হয়। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত এই গণেশ পূজোয় ব্রতী হয়েছিলেন। এই বছর এখানকার পূজো ২১ বছরে পরলো। সকাল থেকে মন্ডপে পূজোর আয়োজন হোম, যজ্ঞ সব কিছুই হয়েছে বিধায়কের উপস্থিতিতে। এদিন সকাল থেকে মন্ডপে ভক্তদেরও উপচে পড়া ভীর ছিল।