নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ৪৯ কোটি টাকা লেনদেন করার অভিযোগে ধৃত ২ জন। নদিয়ার কল্যানী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত দুজনের নাম শুভম রায় ও গণেশ পাল। এরা অন্যের সমস্ত নথি দিয়ে ব্যাংকের একাউন্ট খুলে লোন নিত বলে আভিযোগ। গোপন সূত্রে গয়েশপুর ফাঁড়ির পুলিশ খোঁজ পায়, বসন্তপুর এলাকায় দুজন যুবক ব্যাংকের অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লোকের থেকে নথি সংগ্রহ করছে। এরপরই পুলিশ প্রথমে তাদেরকে আটক করে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে শুভম রায় ও গণেশ পাল নামে দুজনকে।
ধৃত দের বাড়ি হুগলীর শ্রীরামপুর ও পূর্ব বর্ধমানের নাদন ঘাটে। এরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার নাম করে নথি সংগ্রহ করত। তারপর সেই একাউন্ট থেকে লোন নিয়ে টাকা তুলে নিত। আজ তাদের তোলা হয়েছে কল্যাণী মহকুমা আদালতে। এরপর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।