Saturday, October 18, 2025
Ad

নাবালিকা ছাত্রীকে জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ চার যুবকের বিরুদ্ধে।  

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: এক নাবালিকা ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে চার অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হুগলীর আরামবাগ থানার ডোঙ্গলের বামনডাঙ্গা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এই কিশোরী ছাত্রীটিকে স্কুলে ও পড়তে যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে প্রায়শই অভিযুক্ত চার যুবক বিরক্ত করতো। এমনকি মারধরও করতো। মেয়েটির মা স্থানীয় আইসিডিএস এর কর্মী। বিষয়টি নাবালিকা তার বাড়িতে বললে পরিবারের লোক স্কুলের প্রধান শিক্ষকের কাছে গোটা বিষয়টি জানান। এমনকি মেয়েকে অন‍্য স্কুলে ভর্তি করার জন‍্য ট্রান্সফার সার্টিফিকেট চাওয়া হয়। কিন্তু কিশোরী মেধাবী এবং ভালো ছাত্রী হওয়ায় প্রধান শিক্ষক টিসি দিতে রাজি হননি। বরং পরিবারের পাশাপাশি ছাত্রীটির নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেন।মেয়েটির পরিবার পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তার আগেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। জানা যায়, পড়তে যাওয়ার পথে সোমবার ওই চার অজ্ঞাত পরিচয় যুবক কিশোরী মেয়েটির পথ আটকায়। তাকে জোর করে বাইককে তুলে স্থানীয় একটি জঙ্গলে নিয়ে যায়। এবং সেখানে হাত পা চেপে ধরে মুখে বিষ ঢেলে দেয়, তারপর পালিয়ে যায়। চারজনেরই মুখ ঢাকা দেওয়া ছিলো, তাই যুবকদের চিনতে পারেনি। তবে যে বাইকে করে তাকে তোলা হয়ে ছিল সেই বাইকের নম্বর দেখে রাখে নির্যাতিতা কিশোরী। বাইকের নম্বর হল “WB 1830258″। অসুস্থ অবস্থায় কিশোরী কোনো রকমে বাড়িতে ফিরে আসে। মা কাজ থেকে ফিরে দেখে মেয়ে রক্ত বমি করছে।সাথে সাথে তিনি মেয়েকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে এখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে চলে আসে আই সিডিএস এর এক আধিকারিক মধুমিতা ভট্টাচার্য্য সহ অন‍্যান‍্য কর্মীরা। আসেন আরামবাগ পঞ্চায়েতের সভাপতি শিশির সরকার ও আরামবাগ ব্লকের মহিলা উন্নয়ন সমিতির আধিকারিক। গোটা বিষয়ের তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত চার যুবকের।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article