Friday, April 18, 2025
Ad

অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতি।

Must read

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: রবিবার দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পাঁচ ব‍্যক্তিকে আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক সূত্রে জানানো হয়েছে, রবিবার মধ‍্যরাতে দিল্লি রোডের উপরে শ্রীরামপুর থানার অন্তর্গত বৈদ‍্যবাটির দির্ঘাঙ্গী মোড়ে নাকা চেকিং চালাছিল শ্রীরামপুর থানার পুলিশ। সেই সময় একটি স্করপিও গাড়ি পুলিশের নজরে আসে। স্করপিও গাড়িটির নম্বর WB – 18S / 2076। গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় ,গাড়ি থেকে দুটি নাইন এম এম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা পাঁচ আরোহীকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ।

ধৃতদের নাম, শিবনাথ বিশ্বাস (ছোটকা) বয়স -৩৬, সৌম‍্য সুরুল ( পিয়াল) বয়স – ৩৩, স্বস্তি দাস, বয়স – ৩০, দীপক সিং ( সুজিত, পনগা ) বয়স – ২৬ ও সুমিত দাস ( গুলু) বয়স – ২০ বছর। ধৃতরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা। এদের মধ‍্যে সৌম‍্য শ্রীরামপুরের জে এন লাহিড়ী রোড এবং বাকি চার জন শ্রীরামপুরের মানিকতলার দে বাগান লেনের বাসিন্দা। স্করপিও গাড়িটিও পুলিশ আটক করেছে। পুলিশ হেফাজত চেয়ে সোমবার এদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এরা কোথায় এবং কি উদ্দেশ‍্যে যাচ্ছিল, সেটা জানার জন‍্য তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article