Monday, October 20, 2025
Ad

পুলিশের জালে চার ভুয়ো আয়কর আধিকারিক সহ পাঁচ অভিযুক্ত।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : সিনেমার স্টাইলে ভুয়ো আয়কর আধিকারিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতি করার অভিযোগে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ। জানা যায়, হুগলীর শ্রীরামপুর কুমিরজলার একটি সোনা গলানোর দোকানে কয়েকজন দুষ্কৃতি আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে কয়েকভরি সোনা ও প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় অজয় নামক উক্ত দোকানের মালিককেও গাড়িতে তুলে নেয়।

এরপর দিল্লী রোডের একটি নির্জন জায়গায় রাস্তার উপরে অজয়কে নামিয়ে দিয়ে বামাল সমেত পালিয়ে যায় দুষ্কৃতিরা। এই ঘটনায় উক্ত ভুয়ো আধিকারিকদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ করা হলে শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে দোকানের সিসিটিভি দেখে অভিযুক্তদের গাড়িটি চিহ্নিত করে। পরদিন বুধবার সেই গাড়িটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়িটির চালককে।

এরপর চালককে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে, আদালত চালককে পুলিশি হেফাজতে পাঠায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তদন্তকারী দল অভিযুক্ত ভুয়ো আয়কর অফিসারদের খোঁজ পায়। বৃহস্পতিবার বালিগঞ্জের কসবা এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে, শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। সোমবার পযর্ন্ত এদের জেল হেফাজতে রাখা হবে। মঙ্গলবার আদালতে টি আই প‍্যারেডের পর তদন্তের সুবিধার্থে অভিযুক্তদের পুলিশি হেফাজতে পাঠানো হবে। অভিযুক্তরা হল সাগর কাপ্তে, প্রশান্ত মুলিক, দাত্তা বাঙ্গেল, চেতন প্রকাশ। প্রশাসনিক ভাবে জানা যায়, অভিযুক্তরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। একই ভাবে এরা একাধিক জায়গায় দুষ্কর্ম করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এই বার শ্রীরামপুর থানার পুলিশের তৎপরতায় পাঁচ দুষ্কৃতি ধরা পরে যায়। এখনও একজন পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article